Wellcome to National Portal
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জুন ২০২০

গত ২০/০৬/২০২০ তারিখে প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রকল্পঃ ফেজ -২ এর বাস্তবায়ন ও ফলাফল টেকসইকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


প্রকাশন তারিখ : 2020-06-21

গত 20.০৬.২০২০ খ্রি: তারিখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভিন্ন শাখার কর্মকর্তা এবং উক্ত প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সভাপতিত্বে “প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রকল্পঃ ফেজ -২ এর বাস্তবায়ন ও ফলাফল টেকসইকরণ” বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিল, উক্ত প্রকল্পের মধ্য দিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের নারীদের প্রযুক্তিগত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং প্রকল্প সমাপ্তির পর তথ্য-প্রযুক্তির সর্বোত্তম নিরাপদ ব্যবহার করে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা ও উদ্যোক্তা হিসেবে তাদের টেকসই ক্ষমতায়ন নিশ্চিত করা। সেমিনারে কী নোট উপস্থাপনা করেন জনাব ড. ভেনিসা রড্রিক্স, উপসচিব, উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। এছাড়াও সেমিনার সঞ্চালক হিসেবে ছিলেন জনাব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মিজ লুনা শামসুদ্দোহা, পরিচালক, বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি এবং জনাব ডঃ লাফিফা জামাল, বিভাগীয় প্রধান, রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।