Wellcome to National Portal
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ মে ২০১৫

ডেভেলপমেন্ট অব ন্যাশনাল আইসিটি ইনফ্রা- নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেইজ-৩ (ইনফো- সরকার ফেইজ-৩) শীর্ষক প্রকল্পের প্রোভিশনাল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান।


প্রকাশন তারিখ : 2015-04-26

 

ডেভেলপমেন্ট অব ন্যাশনাল আইসিটি ইনফ্রা- নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেইজ-৩ (ইনফো- সরকার ফেইজ-৩) শীর্ষক প্রকল্পের প্রোভিশনাল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

 

 

গত ২৬ এপ্রিল ২০১৫ খ্রী: তারিখে “ইনফো-সরকার ফেইজ-৩” শীর্ষক প্রকল্পের প্রোভিশনাল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এই ঐতিহাসিক মুহূর্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় জনাব জুনাইদ আহমেদ পলক, এমপি, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ক পরামর্শদাতা জনাব ওয়াং যিজিয়ান, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক জনাব জসীম উদ্দিন আহমেদ এবং আইসিটি বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এই প্রকল্পের মধ্যমে আইসিটি অবকাঠামো উন্নয়ন, আইসিটি সেবার সহজলভ্যতা ও জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। প্রকল্পটি সাফল্যের সাথে শেষ হওয়ার পর ১২০০ ইউনিয়ন অপটিক্যাল ফাইবার ক্যাবলের মাধ্যমে দ্রুতগতির নেটওয়ার্কের সাথে যুক্ত হবে এবং বিদ্যমান সকল "ডিজিটাল সেন্টার" মিনি “বিপিও সেন্টার” আকারে পরিবর্তিত হবে যার মাধ্যমে বাংলাদেশের আইসিটি খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।