Wellcome to National Portal
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ জুন ২০২০

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অর্থায়ন ও ব্যবস্থাপনায় এবং এসপায়ার টু ইনোভট (Aspire to Innovate) প্রোগ্রামের সহযোগিতায় ই-নথির নতুন সংযোজিত বৈশিষ্ট্যসমূহ অবহিতকরণের লক্ষ্যে Zoom Cloud Meeting Application -এর মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের ই-নথি ২৫তম এবং ২৬তম ব্যাচের অনলাইন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।


প্রকাশন তারিখ : 2020-06-16

করোনা ভাইরাস রোগ (কোভিড-১৯) এর সংক্রমণ মোকাবেলার ক্ষেত্রে আইসিটির যথাযথ ব্যবহার এর মাধ্যমে রূপকল্প ২০২১ তথা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও এসপায়ার টুইনোভট (Aspire to Innovate) প্রোগ্রাম সকল মন্ত্রণালয়/বিভাগের সহযোগিতায় ই-নথি বাস্তবায়ন করছে। বর্তমানে ৫৮টি মন্ত্রণালয়/বিভাগসহ উপজেলা থেকে মন্ত্রণালয় পর্যন্ত সর্বমোট ৮১৩৬ টি সরকারি দপ্তরে ৮৮০৫০ জন ব্যবহারকারী ই-নথির মাধ্যমে দাপ্তরিক নথি নিষ্পন্ন করছেন। ই-নথি বাস্তবায়নকারী দপ্তরসমূহ যেকোনো স্থান থেকে নাগরিকগণকে দ্রুততম সময়ে সেবা প্রদান করতে সক্ষম হচ্ছে যা সকল মহলে প্রশংসিত হচ্ছে। সে লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অর্থায়ন ও ব্যবস্থাপনায় এবং এসপায়ার টু ইনোভট (Aspire to Innovate) প্রোগ্রামের সহযোগিতায় ই-নথির নতুন সংযোজিত বৈশিষ্ট্যসমূহ অবহিতকরণের লক্ষ্যে Zoom Cloud Meeting Application -এর মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের অনলাইন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

২৫তম এবং ২৬তম ব্যাচের অনলাইন প্রশিক্ষণের কিছু স্ক্রিনশটঃ