Wellcome to National Portal
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ জুন ২০২০

অনলাইন জুম সফটওয়্যার ব্যবহার করে চট্টগ্রাম ও সিলেট বিভাগ এর সহকারী প্রোগ্রামারদেরকে নিয়ে অনলাইনে ১০ জুন, ২০২০ তারিখে সকাল ১১ টায় ১টি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক এ. বি. এম. আরশাদ হোসেন, অতিরিক্ত সচিব, মহোদয় উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


প্রকাশন তারিখ : 2020-06-13

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর ২০১৯-২০২০ অর্থ বৎসরে আইসিটি সম্পকৃত বিভিন্ন বিষয়ের সেমিনার অয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। কিন্তু বর্তমান সময়ের করোনা ভাইরাস (কোভিড -১৯) এর প্রতিরোধ এবং এর প্রাদূর্ভাবজনিত কারণে সরাসরি সেমিনার করা সম্ভব হচ্ছেনা। দেশের উদ্ভুত করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির কারনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি  বিভাগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি  অধিদপ্তর অনলাইন জুম সফটওয়্যার ব্যবহার করে ভিডিও কনফারেন্সিং এ এডিপি সভাসহ ভার্চুয়াল বিভিন্ন কর্মকান্ড সফলভাবে করেছে। কোভিড -১৯ পরিস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি  বিভাগ এর মাননীয় প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিব মহোদয় ভার্চুয়াল প্রশিক্ষণ, সভা ও সেমিনার করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন সভায় নির্দেশনা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর পরিকল্পনা ও উন্নয়ন শাখার উদ্যোগে বর্তমান সময়ের করোনা ভাইরাস (কোভিড -১৯) এর প্রতিরোধ এবং এর প্রাদূর্ভাবজনিত কারণে অনলাইন জুম সফটওয়্যার ব্যবহার করে “seminar on Digital Response to Covid-19: Tackling the crisis together”  শীর্ষক বিষয়ে ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জনাব এ. বি. এম. আরশাদ হোসেন, মহাপরিচালক, অতিরিক্ত সচিব, মহোদয় উক্ত সেমিনারসমূহে  প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন।