গত ২১.০৬.২০২০ খ্রি: তারিখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভিন্ন শাখার কর্মকর্তা এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সভাপতিত্বে “Acceleration of Content Industry: Prospect and Potentiality for Bangladesh” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রতিপাদ্য বিষয় ছিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে স্বনির্ভরতা অর্জনের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ গড়া এবং আগামী দিনে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল কনটেন্ট শিল্পের ভূমিকা এবং আমাদের করণীয়। উক্ত কর্মশালায় কী নোট উপস্থাপনা করেন জনাব মোঃ সুলতান মাহমুদ, ডাটাবেজ এ্যাডমিনিস্ট্রেটর (পরিকল্পনা ও উন্নয়ন), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। এছাড়াও কর্মশালায় সঞ্চালক হিসেবে ছিলেন জনাব মোহাম্মদ লুৎফুর রহমান, উপসচিব, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ. বি. এম. আরশাদ হোসেন, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, জনাব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং জনাব মোঃ ফিরোজ সরকার, উপ-পরিচালক (অর্থ), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।
স্ক্রিনশটসঃ