গ্রামে উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করতে সরকারের উদ্যোগ
প্রকাশন তারিখ
: 2017-03-16
১৬ মার্চ, ২০১৭ ইং
সরকার গ্রামে উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করার জন্য অপটিক্যাল ফাইবার ক্যাবল লাইন গ্রাম পর্যন্ত সম্প্রসারিত করছে। এ লক্ষ্যে ইতোমধ্যে গৃহীত প্রকল্প বাস্তবায়িত হলে প্রতিটি গ্রামে গড়ে উঠবে ইনফরফরমেশন সেন্টার। মঙ্গলবার ঠাকুরগাও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তৃণমূলের তথ্যজানালা কর্মসূচি ও তথ্যসেবা বার্ত সংস্থা (টিএসবি) আয়োজিত ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) উদ্যোক্তাদের প্রতিবেদন ও ফিচার লিখন এবং আউটসোর্সিং ও ই-কমার্স বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক এসব কথা বলেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ইতোমধ্যে প্রতিটি গ্রামে একটি করে ভিলেজ ইনফরমেশন সেন্টার প্রতিষ্ঠায় তার আগ্রহের কথা জানিয়েছেন। তথ্য ও যোগাযোগ বিভাগ তার সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। ঠাকুরগাও জেলা প্রশাসক মো. আবদুল আওয়ালের সভাপতিত্বে তিন দিনের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক ও কমিউনিকেশন স্পেশালিস্ট অজিত কুমার সরকার। তৃণমূলের তথ্যজানালা কর্মসূচির উপর সামগ্রিক কার্যক্রমের উপর বক্তব্য দেন টিএসবির নির্বাহী সম্পাদক ড. অলিউর রহমান।