Wellcome to National Portal
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ নভেম্বর ২০২০

মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহ্‌মেদ‍ পলক

জনাব জুনাইদ আহ্‌মেদ পলক  

মাননীয় প্রতিমন্ত্রী    

 

 

জীবনবৃত্তান্ত

 

জনাব জুনায়েদ আহ্‌মেদ পলক, এমপি, প্রতিমন্ত্রী, বাংলাদেশ

 

পদে আসীন:

  • জানুয়ারী ২০১৪ সাল থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী;
  • ২০০৯ সালের জানুয়ারী থেকে সংসদ সদস্য (জাতীয় সংসদ);
  • আইসিটি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য;
  • ২০০৯ সাল থেকে বাংলাদেশ ক্যারাম ফেডারেশনের সভাপতি এবং ২০১১ সাল থেকে আন্তর্জাতিক ক্যারাম ফেডারেশনের সহ সভাপতি;
  • ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সংসদীয় কমিটির সহ-সভাপতি।

অর্জন:

  • ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দ্বারা ২০১৬ সালে মনোনীত ইয়ং গ্লোবাল লিডার।
  • তিনি ৩৩ বছর বয়সে বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রতিমন্ত্রী হন। তার আমলে সারাদেশে ১৮,০০০ এরও বেশি সরকারী অফিসকে একটি ডেডিকেটেড হাই স্পিড ইন্টারনেটের আওতায় আনা হয়, ২৫,০০০ সরকারী ওয়েবসাইট নিয়ে বিশ্বের বৃহত্তম ওয়েব পোর্টাল প্রতিষ্ঠিত হয়, ITU এর টেকসই উন্নয়ন পুরস্কার, WSIS+ ১০ পুরস্কার এবং WITSA এর কাছ থেকে পাবলিক সার্ভিস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন।
  • ২৮ বছর বয়সে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) এবং নবম সংসদে কনিষ্ঠতম সংসদ সদস্য হন এবং ২০১৪ সালে পুনরায় নির্বাচিত হন। মন্ত্রী পলক সংসদে একটি জবাবদিহি মুলক সরকার করার জন্য খুব সক্রিয় রয়েছেন।
  • ২০১০ সালে বড় পরিসরে বৃক্ষরোপণ আন্দোলনে তার ভূমিকার স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পুরষ্কার ২০১০ প্রদান করেন।

 

শিক্ষা:

  • বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং এলএলবি (স্নাতকোত্তর) ডিগ্রি অর্জন করেছেন।
  • জাতীয় ডিফেন্স কলেজ থেকে ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করেছেন।

পেশা:

  • মন্ত্রী পলক পেশায় আইনজীবী এবং বাংলাদেশের সুপ্রীম কোর্টে অ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্ত।

সামাজিক মিডিয়া উপস্থিতি:

  • ফেসবুক: https://facebook.com/zapalak (ফেসবুকে দুই মিলিয়নেরও বেশি অনুরাগী রয়েছে)
  • টুইটার: https://twitter.com/@zapalak
  • লিঙ্কড ইন: https://www.linkedin.com/in/zapalak
  • ইউটিউব: https://www.youtube.com/palakmp
  • গুগল প্লাস: https://plus.google.com/+palakmp